ব্রেকিং:
‘বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া আজ সকাল ৬টায় ফজরের ঠিক পরে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন—ফজরের পর ইন্তেকাল করেছেন বেগম খালেদা জিয়া সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর বেঁচে নেই...

মঙ্গলবার   ৩০ ডিসেম্বর ২০২৫   পৌষ ১৬ ১৪৩২   ১০ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২৪০

কুমিল্লার হোমনা থেকে চুরি হওয়া শিশু  চট্টগ্রাম থেকে উদ্ধার

সাইফুল ইসলাম, কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত: ১৪ মে ২০২৩  

কুমিল্লার জেলার হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নিহাত নামের ৭ মাসের এক শিশু চুরি হয়। শিশু চুরির ৯ ঘণ্টা পর চট্টগ্রাম নগরী থেকে তাকে  উদ্ধার করেছে পুলিশ। এ সময় মাহমুদা আক্তার নামে এক নারীকে আটক করা হয়েছে।


গতকাল শনিবার রাত ৮টার সময় চট্টগ্রাম নগরীর কদমতলী এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। 

 

শিশু নিহাত উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে। আটকৃত মহিলা মাহমুদা ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শাহপুর গ্রামের সিদ্দিক মিয়ার মেয়ে।

এ বিষয়ে হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম  বলেন, শনিবার সকালে রামকৃষ্ণপুর গ্রামের নজরুল ইসলামের স্ত্রী শিউলী আক্তার ছেলেকে সঙ্গে নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান। বেলা ১১টার দিকে কৌশলে মাহমুদা আক্তার শিশু নিহাতকে কোলে নেন। এক পর্যায়ে তাকে নিয়ে পালিয়ে যান। 

 

পরে শিউলী আক্তার ছেলেকে না পেয়ে পুলিশকে জানান।

ওসি আরও বলেন, ঘটনার বিস্তারিত জানার পর তথ্য প্রযুক্তির সহায়তায় রাত ৮টায় চট্টগ্রাম নগরীর কদমতলী এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

এই বিভাগের আরো খবর